শাহাদাত হোসেন,রাউজানঃ
রাউজান মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার রাউজান জলিল নগর বাস ষ্টেশন এলাকায় এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী।ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ,সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল্ মাহমুদ ভূঁইয়া,রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন,উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,আওয়ামী লীগ নেতা জানে আলম জনি,সাইফুল ইসলাম চৌধুরী রানা,নজরুল ইসলাম চৌধুরী,নুরুল ইসলাম শাহ্জাহান,জসিম উদ্দীন, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী,আহসান হাবিব চৌধুরী,ইউপি চেয়ারম্যান আবদুর রহমান, বিএম জসিম উদ্দিন হিরু,সৈয়দ আবদুর জব্বার সোহেল,শওকত হোসেন,ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ প্রমুখ।