আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।
রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভার ৯ ওয়ার্ডের আওয়ামীলীগ ও যুবলীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ইছামতি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শামশুদোহা সিকদার আরজু।
এসময় ৯ ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনুস, সহ-সভাপতি পারভেজ, পৌরসভা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উক্ত ওয়ার্ড যুবলীগ,ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা পৌরসভা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ফজলুল করিম তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে আরজু সিকদার বলেন, পৌরসভার মানুষ যে স্বপ্ন নিয়ে মেয়র নির্বাচন করেছিলেন তাদের সে স্বপ্ন সত্যি হয়নি।
তিনি অভিযোগ করে বলেন, মেয়র সাহেবকে পৌরসভার মানুষ সুখেদুঃখে পাই না। মেয়র সাহেব শহরমুখী, পৌরসভা মুখী নই।
তিনি প্রত্যাশা করেন সামনে পৌরসভা মেয়র নির্বাচনে রাঙ্গুনিয়ার সূর্য সন্তান মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয় পরিবর্তনের ডাক দিবেন পৌরবাসীর ভাগ্য পরিবর্তনের।
এতে বক্তারা বলেন, আরজু সিকদার ত্যাগী ও পরিক্ষিত নেতা। তিনি শহরমুখী নই, তিনি গ্রামমুখী। তিনি পৌরসভার মানুষের সুখেদুঃখে পাশে থাকতে চান। এতে মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি পৌরবাসীর ইচ্ছার মূল্যায়ন করবেন বলে জানান বক্তারা।