মোঃ জাহিদ হোসেন, লালমনিরহাট
লালমনিরহাটের কালিগন্জ উপজেলার কিসামত দলগ্রাম পীর জাহাঙ্গীর শাহ্ এর দরবার শরীফে মঙ্গলবার বাদ জোহর নবমুসলিম মরহুম জহির উদ্দিন শাহ্ চিস্তির কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের লালমনিরহাট জেলা শাখার সভাপতি আলহাজ্জকারী মোঃ রফিক উদ্দিন দেওয়ান , বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চামটাহাট শাখার সাধারন সম্পাদক শাহাজাদা সেলিম, সাবেক দলগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ অাব্দুল গফুর মিয়া, ইউপি সদস্য ওসমান গনি প্রমুখ। দলগ্রাম ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান (ছোটন) এর সভাপতিত্বে অনুষ্টানে উপস্হিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ জাহিদ হোসেন ও লাভলু শেখ। অনুষ্ঠানে অালোচনা পেশ করেন খাজা জাহাঙ্গীর শাহ্ চিস্তি (অাজমেরি) সভাপতি বাংলাদেশ তরিকত ফেডারেশন কালিগন্জ শাখা।