লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট
লালমনিরহাটের হতদরিদ্র কটকটি বিক্রেতা মোঃ অাব্দুল্লাহ সরকারী বরাদ্দের ঘর চায়।
জানা গেছে,লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী গ্রামের কেতকেতু মামুদ এর পুএ মোঃ অাব্দুল্লাহ বাবা দেয়া ৫ শতক জমিতে এলাকাবাসীর সহযোগীতায় ছোট ছোট ২ টি টিন সেটের ঘর নিমান করে বিধবা মা ও ১ ছেলেসহ বসবাস করে অাসছিল। কিন্তু বিধিবাম গত ২০১৯ সালের ঘূনিঁ ঝড়ে অাব্দুল্লাহর থাকা ঘরটি ভেঙ্গে চুরে থাকা অনউপযোগী হয়ে যায়।
কোন রকম পলিতিন দিয়ে বসবাস করলেও এখন টানা বৃষ্টিতে থাকার অযোগ্য ।বড়বাড়ী ইউপি চেয়ারম্যান কে লিখিত ভাবে জানিয়ে একাধিক বার যোগাযোগ করে ব্যথঁ হয়ে গত২/২/২০ ইং তারিখে থাকা ঘরের করুন দশার ছবি দিয়ে লালমনিরহাট জেলা প্রশাসক অাবু জাফর বরাবরে লিখিত অাবেদন করা হলে তিনি লালমনিরহাট সদর উপজেলা নিবাহীঁ অফিসার কে প্রয়োজনীয় ব্যবস্তা নেয়ার নিদেশঁ দিলে তিনি বড়বাড়ী ইউপি চেয়ারম্যান কে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বললেও অদ্যাবধি হতদরিদ্র অাব্দুল্লাহ ০১৭৯১৩৫৪১১৭ কোন সুফল না পাওয়ায় তিনি ঘর নিমানেঁ দেশ-বিদেশের দানশীল ব্যাক্তি কিংবা সরকারী ঘর বরাদ্দের জন্য সংশ্লিষ্ঠ সকলের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। শনিবার ২৬ সেপ্টেম্বর সরে জমিনে তার বাড়ীতে গেলে বসবাস অনউপযোগী জোড়াতালি দেয়া ঘরের দৃশ্য দেখান। এ কটকটি বিক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন,চেয়ারম্যান- মেম্বারের দ্বারে দ্বারে ঘুরে সুফল না পাওয়ায় তিনি সরকার কিংবা দানশীলদের নিকট সাহায্যের হাত বাড়িয়েছে।