মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর অধীনে লায়ন্স ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেট এর ২০২০-২০২১ সেবা বর্ষের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গত ২৯ শে আগস্ট নগরীর একটি রেস্তোরায় ক্লাব মিটিং এ কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন, চার্টার্ড প্রেসিডেন্ট লায়ন মোঃ আশিকুল আলম (আশিক), ভাইস প্রেসিডেন্ট লায়ন বায়োজিদ মাহমুদ বিন সাবের, লায়ন মোঃ মইনউদ্দিন আল হিমেল, মোঃ শাহ জাহান, আনোয়ারুল ইসলাম চৌধুরী, ক্লাব ডিরেক্টর লায়ন নুরুল হুদা, লায়ন জহির উদ্দিন মোঃ বাবর, লায়ন জাহেদ হাসান, ক্লাব এডমিনিস্ট্রেটর লায়ন আকিব মোঃ আসিফুল আলম, সেক্রেটারি লায়ন নাজিম উদ্দীন পারভেজ, জয়েন্ট সেক্রেটারি লায়ন কে এম মউনউদ্দিন, লায়ন শাহীনুর মাহমুদ, লায়ন মোঃ সোলেমান কবির, ট্রেজারার লায়ন মোঃ মহিউদ্দিন মঈন, জয়েন্ট ট্রেজারার লায়ন মাহমুদুল হাসান জুনাইদ, লায়ন মোঃ কামরুজ্জামান খাঁন, লায়ন শাহেদ আলম, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন রফিকুল ইসলাম, ক্লাব মেম্বারশিপ চেয়ারপার্সন লায়ন খাজা শহীদুল করিম, ক্লাব সিএলএফ চেয়ারপার্সন লায়ন মোঃ রোবেল চৌধুরী অভি, ক্লাব মেম্বার , লায়ন হাবিবুর রহমান সহ মোট ২৫ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।
ক্লাব সভায় সভাপতি লায়ন মোঃ আশিকুল আলম (আশিক) সকলের উদ্দেশ্য বলেন, যে এ বছরের জেলা গভর্নর লায়ন ডাঃ সুকান্ত ভট্টাচার্য্য (এমজেএফ) যে ডাক দিয়েছে Humanity Above All “সবার উপরে মানবতা” স্লোগানকে বাস্তবায়নের লক্ষে সমাজের অবহেলিত অসহায় দুস্থ মানুষদের জন্য কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন।