বিশেষ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ আওয়ামী মহিলালীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মুন্সিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহুরা জামান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট সোহানা মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউ পি চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর নাহার শিল্পী, সাংগঠনিক সম্পাদক রোকেয়া বেগম, থানা মহিলা লীগের নেত্রী রিতা বেগম প্রমুখ।