মুকুট দাস মধু,তাড়াইল(কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের তাড়াইলে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন (এনএইচসিআরএফ) কর্তৃক ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে,নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে ধর্ষণ ও বিবস্র করে ভিডিও ধারন এবং তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল করার প্রতিবাদে শুক্রবার (০৯অক্টোবর) বিকাল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।উপজেলা এনএইচসিআরএফ’র সভাপতি নুর মোহাম্মদ, সম্পাদক জোবায়ের হোসেন খাঁন ও আিন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান রনি’র নির্দেশনায় উক্ত মানববন্ধনে সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুকুট দাস মধু,সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আকন্দ সোহাগ,সাংস্কৃতিক সম্পাদক মুকরামীন খাঁন স্বাধীন,সদর ইউপি’র সদস্য আমিনুল হক আকন্দ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন,আজ সারাদেশে কোভিড-১৯ এর মতো ধর্ষণ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে।ধর্ষকেরা আবার তা ভিডিও ধারন করে ফেইসবুকের মাধ্যমে ভাইরাল করে দিচ্ছে।এদের কঠোরতম বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহবান জানান এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধের শাস্তি মৃত্যুদন্ড করার জোড় দাবী জানান।বক্তারা আরও বলেন,ধর্ষণের মতো অপরাধীদের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করে দ্রুত সাজা নিশ্চিত করতে হবে।