আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।
সারা দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শক্রবার (৮ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া উপজেলার কাপ্তাই সড়কের ইছাখালি চত্বরে ওয়াল্ড সূফি পার্লামেন্ট এর প্রেসিডেন্ট নবী বংশের ৩১ তম আওলাদ হযরত শাহসূফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী নির্দেশে সারা দেশে ধর্ষণের বিরুদ্বে দেশব্যাপী প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এরি ধারাবাহিকতায় আজ রাঙ্গুনিয়া মঈনীয়া যুব ফোরামের আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মঈনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খলিফা রেজাউল করিম, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আকবর হোসেন রুবেল, চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক ইউসুফ খান, পোমরা ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক দিদার, ইকবাল হোসেন, সরওয়ার, আকতার হোসেনসহ আরো অনেকে।
এসময় বক্তরা বলেন, সুষ্ঠু তদন্তের ভিত্তিতে যেকোনো ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং গণধর্ষণের ক্ষেত্রে প্রকাশ্য ফাঁসি দিতে হবে।
কোনো ধর্ষণ মামলায় প্রশাসনের কারও স্বজনপ্রীতি, গাফিলতি ধরা পড়লে অথবা টাকা নিয়ে নিষ্পত্তি করতে চাইলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ধর্ষণের মতো জঘণ্য অপরাধের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান বক্তরা।