আনোয়ারা প্রতিনিধি:-
আনোয়ারা দক্ষিণ ইছাঁখালী গ্রামের কালাগাজী সিকদারের বাড়ী হাফেজ আহাছান উল্লাহ্ ছেলে মোহাম্মদ আব্দুর রহমান(১২)।সে বাশঁখালী থানাধীন খানখানাবাদ ইউপির প্রেমাশিয়াস্থ কাসেমুল উলুম মাদ্রাসা হতে গত ২৯ সেপ্টেম্বর আনুমানিক সাড়ে দশটার দিকে মাদ্রাসার কাউকে কিছু না জানিয়ে বাহির হয়ে চলে যায়। তার পিতা একই মাদ্রাসায় শিক্ষকতা করেন। নিখোঁজ হওয়ার পর থেকে তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। বাঁশখালী থানায় ৩ই অক্টোবর সাধারণ ডায়েরী করেছে (জিডি নম্বর:১২৮)।
কোন সহৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে এই মোবাইল নাম্বারে ০১৮৪৬-৪৫-০০-৫২ যোগাযোগ করার অনুরোধ করা হল।