শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম পি’র সুস্হতা কামনায় দোয়া মাহফিল করেছেন রাউজান উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগ।শুক্রবার বিকেলে রাউজান সদর মুন্সিরঘাটাস্থ রাউজান সরকারি কলেজ জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক,রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী,জানে আলম জনি,নজরুল ইসলাম চৌধুরী,জসিম উদ্দিন,শওকত হাসান,আহসান হাবিব চৌধুরী,তছলিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন প্রমুখ।দোয়া মাহফিলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির রোগমুক্তি কামনায় মোনাজাত করেন রাউজান সরকারী কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান কাদের।