জাহাঙ্গীর আলম
চলতি বছরের আগষ্টের মাঝামাঝি সময়ে পেইজটি খোলা হয়। পেইজটি খোলার ৫৫ দিনের মধ্যেই ব্যাপক সাড়া পায় বলে জানায় পেইজটির এ্যাডমিন আশিফুর রাহমান হিমেল।
বন্ধু-বান্ধব নিয়ে প্রাথমিকভবে শুরু করা হলেও বর্তমানে প্রায় ২ হাজারের বেশি সদস্য সমৃদ্ধ পেইজটি। মূলত পশুর প্রতি ভালোবাসা থেকেই এ পেইজের সূচনা।
উন্নতজাতের মানসম্মত গরুর চাহিদা এবং প্রান্তিক খামারিদের গরু পালনের বিষয়টি যাতে সর্বস্তরের মাঝে উৎসাহ সৃষ্টি করে সে উদ্দেশ্যেই ’চট্টগ্রাম গরু লাভার’ এর উৎপত্তি।
’চট্টগ্রাম গরু লাভার’ এর এ্যাডমিন হলেন মো: আসিফুর রাহমান হিমেল, মিজান আহমেদ এবং মোডারেটর আজীম অনন, মুহাম্মদ জুনায়েদুর রাহমান, আব্দুস সামাদ আসিফ এবং আশফাকুর রহমান শুভ,নাইমুর রিজভী, কৌশিক।