মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্প-সিএইচটি’র উদ্যোগে মানিকছড়ি উপজেলার মলঙ্গী পাড়ায় ২৭ জন উপকারভোগী কৃষক-কৃষাণীদের নিয়ে সামাজিক সুরক্ষা নেট বিষয়ে সচেতনতামুলক সেমিনার অনুষ্টিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় মলঙ্গী পাড়ায় কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মরকর্তা মো. সোলায়মান’র সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন জুনিয়র কর্মসূচী কর্মকর্তা (হিসাব ও প্রশাসন) নেছারুল আলম খান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা সমাজ সেবা অফিসার আইনুল হোসেন জিলানী।
প্রধান অথিতির বক্তব্যে সমাজ সেবা অফিসার আইনুল হোসেন জিলানী সরকারী বিভিন্ন সুযোগ সুবিধা বিস্তারিতভাবে তুলে ধরে সকলকে সরকারের সুযোগ সুবিধা গ্রহন করার জন্য আহ্বান জানান।