কে এম ইউসুফ :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালন করেছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগ। চট্টগ্রাম নগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে আজ বুধবার (১১ নভেম্বর) আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে পধোন অতিথি ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও সিতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুনের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন-চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। এছাড়া জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ নেন।