মােঃসাইফুল্লাহ;
মাগুরা অধঃস্তন আদালতের কর্মচারিদেরকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন এবং পদোন্নতির সুযোগ রেখে অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশন মাগুরা শাখা।
১১নভেম্বর বুধবার জেলা কোট প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মাগুরা শাখা সভাপতি বিকাশ কুমার ধর ও সাধারণ সম্পাদক রেজাউর রহমান। শেষে জেলা প্রশাসকের পক্ষে শাখার স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফাজ উদ্দিন। স্মারকলিপিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৩ দফা দাবি জানানো হয়। দাবিসমূহ হলো-বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন, অভিন্ন নিযোগ বিধি মালা প্রণয়ন ।