রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও দুনীতিমুক্ত মানবিক যুব সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে খাগড়াছড়ির রামগড়ে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করা হয়।
বুধবার সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা।
পরে বর্ণাঢ্য শোভাযাত্রা রামগড় বাজারের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
যুবলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা।
এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেঁটে একে অপরকে মিষ্টিমুখ করান সংগঠনটির নেতাকর্মীরা।