শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় মোঃ আবু মুছা (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
১০ নভেম্বর মঙ্গলবার রাতে পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বুধবার সকালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের মামা মোঃ হান্নান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। নিহত যুবক আবু মুছা পার্শবর্তী মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পোরাচক বাউশিয়া পশ্চিতকান্দি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। আবু মুছা এন এইচ ইন্টারন্যাশনাল অক্সিজেন কোম্পানীর রূপগঞ্জ উপজেলার গাউছিয়া শাখার গাড়ির হেলপার। পুলিশের ধারনা, রূপগঞ্জ থেকে কাজ শেষে বাড়িতে ফেরার পথে ওই যুবককে হাত পা বেঁধে শ্বাস রোধে হত্যার পর লাশ ফেলে রেখেছে।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বে সাথে তদন্ত চলছে ও হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।