1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধামরাই পৌর নির্বাচনে আ’লীগের প্রার্থী গোলাম কবির মেয়র নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

ধামরাই পৌর নির্বাচনে আ’লীগের প্রার্থী গোলাম কবির মেয়র নির্বাচিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ২০৯ বার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু ঃ ঢাকা জেলার ধামরাই পৌরসভা নির্বাচনে আজ সোমবার মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী গোলাম কবির (নৌকা) ২৩ হাজার ১১০ ভোট পেয়ে পুনরায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদন্দী বিএনপির প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৫০৩ ভোট। এছাড়াও ইসলামী আন্দোলনের প্রার্থী মুহাম্মদ শওকত আলী(হাত পাখা)পেয়েছেন ২৭২ ভোট।
পৌরসভার ৩টি সংরক্ষিত ও ৯টি সাধারণ ওয়ার্ডে আওয়ামী লীগ ঘরানার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে মেয়র পদে বিএনপি প্রার্থী দেওয়ান নাজিমউদ্দিন মঞ্জু দুপুরেই ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে পুন:নির্বাচন দাবি করেন।

সংরক্ষিত আসন ১, ২ ও ৩ নং ওয়ার্ডে নারী কাউন্সিলর হিসেবে ফারহানা হোসেন।
৪, ৫ ও ৬ নং ওযার্ডে শিরিন আক্তার শিখা এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে নাছিমা খানম বিজয়ী হয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আরিফুল ইসলাম, ২নং ওয়ার্ডে আমজাদ হোসেন, ৩নং ওয়ার্ডে মো. মোকছেদ আলী, ৪নং ওয়ার্ডে মোহাম্মদ আলী, ৫নং ওয়ার্ডে আমিনুল হাসান গার্নেল, ৬নং ওয়ার্ডে সাহেব আলী, ৭নং ওয়ার্ডে মনিরুজ্জামান, ৮নং ওয়ার্ডে মোঃ শহিদুল্লাহ ও ৯নং ওয়ার্ডে আবু সাইদ বিজয়ী হয়েছেন।
২১টি কেন্দ্রে ১০৮টি ভোট কক্ষে ভোটাররা ভোট প্রদান করেছেন।

ধামরাই পৌরসভায় মোট ভোটার ছিলো ৪২ হাজার ৬৪৪ জন, এরমধ্যে পুরুষ ২০ হাজার ৫৭৯ ও ২২ হাজার ৬৫ জন মহিলা ভোটার।

এর আগে,সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় বিরতিহীনভাবে আর এ ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, ধামরাই পৌরসভা ৯টি ওয়ার্ডের ২১টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ২৪ হাজার ৮৮৫টি। মঙ্গলবার সকাল ১০টায় ধামরাইয়ের হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net