আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি:
খাগড়াছড়ির গুইমারাতে ৩০ ডিসেম্বর ৪৪তম দিনে মাস্ক পরিধান না করা সহ স্বাস্থ্য বিধি অমান্য করায় ২০ জন কে অর্থদণ্ড করা হয়েছে । গত ১৭ নভেম্বর ২০২০ থেকে ৩০ ডিসেম্বর ২০২০ পর্যন্ত ৪৪ দিনের অভিযানে মাস্ক পরিধান না করা সহ স্বাস্থ্য বিধি অমান্য করায় ৪৭৬ জন কে ৪৫৫৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ।
উল্লেখ্য যে প্রায় প্রতিদিনই নিরলসভাবে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছেন তিনি। অভিযান পরিচালনার বিষয়ে জানতে চাইলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন করোনার ২য় ঢেউ ঠেকাতে গুইমারা উপজেলার জনসাধারণকে সচেতন করতে টানা ৪৪ দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে এবং বিনামূল্যে মাস্ক বিতরন করা হয়েছে। গুইমারা উপজেলার সকল জনসাধারণ করোনা মহমারী থেকে মুক্ত থাকুক এ জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন।