এস.এম.জাকির,চন্দনাইশ প্রতিনিধিঃ
উপজেলার বরকল ব্রিজ বাস চলাচলের জন্য খুলে দেওয়ার দাবিতে সাধারণ মালিক, বাস চালক হেলপালদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ জানুয়ারি সকালে বরকল ব্রিজ এলাকায় চট্টগ্রাম বৈলতলী রোড়ে চলাচলকারী বাসের সাধারণ মালিক ও শ্রমিকবৃন্দু এ মানববন্ধনের আয়োজন করেন।
গত ৩০ ডিসেম্বর রাতে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে বরকল ব্রিজের দুইপাশে লোহার এঙ্গেল দিয়ে আটকিয়ে দেয়া হয়। ফলে এ ব্রিজ দিয়ে ভারী যানবাহন তথা বাস-ট্রাক চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সড়কে বরকল-বরমা-বৈলতলীর ৪২ টি যাত্রীবাহী বাস প্রতিদিন চলাচল করে। হঠাৎ করে বরকল ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় এ সকল বাসগুলো চলাচল করতে না পারায় ২ শতাধিক বাস কর্মচারী, চালক হেলপার বেকার হয়ে পড়ে। বাস মালিক ও কর্মচারীদের পক্ষ থেকে বরকল ব্রিজ দিয়ে যাত্রীবাহী বাস চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়ার দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন বাস মালিক যথাক্রমে মো. সালেহ, সিরাজুল মোস্তফা, মৃদল দেব বাবু। এ সময় উপস্থিত ছিলেন যথাক্রমে ড্রাইভার মো. হোসেন, মো. জাহাঙ্গীর, মো. জসিম, বাস হেলপার ফরিদ, রহিম, রুবেল প্রমুখ। বক্তারা বলেন একটি যাত্রীবাহী বাসের ওজন ৩ টন, একটি ড্রাম্পারের ওজন ও ৩ টন। অথচ মালবাহী ড্রাম্পার ৯ টনের অধিক ওজন নিয়ে ব্রিজ দিয়ে চলাচল করছে। সড়ক ও জনপথ বিভাগের দাবি ৫ টন ওজনে যানবাহন চলাচল করতে পারবে। তাই তারা বাস চলাচলের জন্য সুযোগ করে দিয়ে ব্রিজটি চালু করার দাবি জানিয়েছেন। এ সড়কের ২ শতাধিক শ্রমিক অর্ধ-শতাধিক বাস মালিক বেকার হয়ে পড়েছে। এ ব্যাপারে তারা যথাযথ কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়েছেন বলে জানান।