নিজস্ব প্রতিবেদক, নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত ডা. মোজাম্মেল হোসেনের ১ম মৃত্যু বার্ষিকী পালন করেছে শরণখোলা উপজেলা আওয়ামী লীগ। রবিবার সকাল সাড়ে সাতটায় শরণখোলা প্রেসক্লাবের সামনে পুষ্মমাল্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে । পরে প্রেসক্লাবের সভাকক্ষে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আলোচণা সভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য দেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা,আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম খোকন,সাব্বির আহম্মেদ মুক্তা,এম এ খালেক খান,মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা,আবু জাফর জব্বার,মোল্লা মশিউর রহমান,উপজেলা যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন,ইউনিয়ন আ.লীগ নেতা তাজু সরদার,ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জীবন প্রমুখ ।