1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উদ্বোধনের দুই বছরেও চালু করা সম্ভব হয়নি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে ইউএনও’র সাথে সাংবাদিক সমিতির মতবিনিময় অনুষ্ঠিত এনবিআর দুই ভাগ করেও কোনো উন্নতি হবে না: আমির খসরু নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত: আইজিপি ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেব: নিউইয়র্কে জামায়াত আমির বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সহযোগিতা আরো দৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত শাপলা আদায় করেই এনসিপি নির্বাচন করবে: সারজিস রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা : তারেক রহমান নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই : প্রেসসচিব ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল; ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা ক্যাশলেস বাংলাদেশ: ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যলা, সেমিনার ও স্টল প্রদর্শন

উদ্বোধনের দুই বছরেও চালু করা সম্ভব হয়নি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৯৩ বার

নির্মাণ কাজ শেষ হওয়ার ২ বছর পার হলেও চালু হয়নি ঝিনাইদহের দক্ষিণ কাস্টসাগরা ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রটি। এতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রত্যন্ত গ্রামের মা ও শিশুরা। স্বাস্থ্য সেবা পাওয়ার আশায় অতি দ্রুত হাসপাতালটি চালু করার দাবি স্থানীয়দের। সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালটির কার্যক্রম চালু করার জন্য নেওয়া হয়েছে ব্যাবস্থা।

ঝিনাইদহ সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম দক্ষিণ কাস্টসাগরা। এ এলাকার প্রসূতি মা, শিশু ও অসহায় দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য ২০১৮ সালে সোয়া ৫ কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করে তিনতলা বিশিষ্ট এই আধুনিক সুবিধাসম্বলিত হাসপাতালটি। দৃষ্টিনন্দন এই হাসপাতাল ভবনে দামী যন্ত্রপাতি ও আসবাব পত্রে সুসজ্জিত করা হয়েছে। এখানে রয়েছে আধুনিক ডেলিভারি রুম, আল্টাসনোসহ নানা পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা। এখানে আছে ডাক্তার, নার্স ও স্টাফদের আবাসিক ভবন। ২০১৮ সালের ১০ ডিসেম্বর এ হাসপাতালটি তরিঘড়ি করে উদ্বোধন করা হয়। দুই বছর পার হয়ে গেলেও আজও চালু হয়নি হাসপাতালটির মুল কার্যক্রম। প্রসূতি মায়েদের চিকিৎসা, নরমাল ডেলিভারী, সিজারিয়ান করার সকল যন্ত্রপাতি ও উপকরন থাকা সত্যেও নেই প্রয়োজনীয় জনবল। তাই দুই বছর পার হলেও হাসপাতালটি তার মুল কার্যক্রম শুরু করতে পারেনি। সুবিধা হাসপাতালটি উদ্বোধন করেন সে সময়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিব জি. এম. সালেহ উদ্দিন।

স্থানীয়রা বলছে, হাসপাতালের কার্যক্রম চালু হলে সেবা পাবে সুরাট, নলডাঙ্গা, ঘোড়শাল, কালীচরণপুর ইউনিয়নের হাজার হাজার মানুষ। তাই দ্রুত হাসপাতালটি চালু করার দাবি তাদের।

জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা: জাহিদ আহমেদ জানায়স্বাস্থ্য এই হাসপাতালটি চালু করার জন্য ১০টি পদ সৃষ্টি করেছে মন্ত্রনালয়। এখন জনবল পদায়ন হলে হাসপাতালটি অচিরেই চালু করা সম্ভব হবে। তখন স্বাস্থ্য সেবা পাবে সুরাটসহ পার্শবর্তী কয়েকটি ইউনিয়নের শিশু, মা এবং কিশোরী রুগিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net