1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন

খুটাখালীতে দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ২৩৯ বার

চকরিয়া উপজেলার খুটাখালীতে মাহমুদুল হক (৩৯) প্রকাশ এমপি নামের এক দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ মার্চ) সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড থমতলা ও নিহতের নিজ বাড়ির পার্শ্ববর্তী চলাচল রাস্তা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মাহমুদুল হক সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মাদরাসা পাড়ার মৃত আবদু ছমদের পুত্র। সে বিগত ৬/৭ বছর ধরে পরিববার নিয়ে ফুলছড়িস্থ জুমনগর ৪নং প্লটের পাহাড়ে বসবাস করতেন।

তবে কারা তাকে হত্যা করতে পারে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারছে না পরিবার ও পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, রোববার রাতে মাহমুদুল হক বাড়িতে ফেরেননি। ওই রাতেই কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে ওই নির্জন স্থানে ফেলে রেখে যায়।

গলায় চুরিকাঘাত করার পর তার দেহের পাশে মোবাইল ফোন ও পায়ের সেন্ডেল পাশাপাশি রাখা হয়।

সোমবার ভোরে বাড়ি থেকে একটু দূরে থমতলা গ্রামের একটি চলাচল রাস্তায় গলাকাটা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।

খবর পেয়ে সকাল পৌনে ১০ টার দিকে চকরিয়া থানার পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তবে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুলছড়িস্থ জুমনগর ৪ নং প্লটে স্ত্রী, ৩ ছেলে নিয়ে মাহমুদুল হক বসবাস করতেন। সেখানে তার একটি দোকানঘর ও রয়েছে। সে এমপি নামে এলাকায় সবার কাছে পরিচিত।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মুহাম্মদ জুবায়ের জানান, ওই দিনমজুরকে কী কারণে গলা কেটে হত্যা করা হল সেই রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে এই হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net