চট্টগ্রাম কারাগারের আলোচিত রুপম কান্তি দেবনাথের জামিনের পর বাতিল করেছে আদালত।আজ বৃহস্পতিবার(৪ মার্চ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত জামিন বাতিলের নির্দেশ দেয়।
গতকাল বুধবার আদালত শুনানি শেষে ১০ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেছিলেন।
মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, হাজতবাস ও শারীরিক অসুস্থতার কারণে জামিন মঞ্জুর করার পরও যথাসময়ে জামিননামা দাখিল না করায় রুপম কান্তি দেবনাথের জামিন বাতিল করা হয়েছে।
উল্লেখ্য,এজাহারভুক্ত আসামি রতন ভট্টাচার্যের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত একটি মামলায় গত বছরের ১৫ ডিসেম্বর কারাগারে যান ভুক্তভোগী রূপম কান্তি দেবনাথ। রতন ও রুপম ব্যবসায়ীক অংশীদার। বাদি পক্ষের আইনজীবী এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী সুমন আদালতে রুপম কান্তির জন্য দুটি পিটিশন দিয়েছিলেন।