1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহতের সংখ্যা বেড়ে ৫ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ মে ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুর গণপুর্ত বিভাগের তুঘলকি কান্ড” দরপত্র চুড়ান্ত হওয়ার আগেই কাজ শুরু করে দেয় ঠিকাদার আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন ৩ মাস পরেও শিক্ষার্থীদের ট্যুরের টাকার হিসেব দেননি সদস্য সচিব চৌদ্দগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন চৌদ্দগ্রামে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৪ উপাচার্যের পদত্যাগের দাবিতে কুবি শিক্ষকদের চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি উপজেলা নির্বাচন: বাঁশখালীতে তিন পদে ১৪ জনের মনোনয়ন দাখিল ডিএসইসির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ বিশাল বহর নিয়ে ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিলেন আক্তার হোসাইন মাগুরা সদরে রানা আমীর ওসমান শ্রীপুরে শরিয়ত উল্লাহ হোসেন মিয়া রাজন বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত

গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহতের সংখ্যা বেড়ে ৫

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ১০৮ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় আহত ইজিবেইক চালক লেবু মিয়া (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় একই পরিবারেন চারজনসহ নিহতের সংখ্যা দাঁড়াল ৫ জনে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ ( রমেক) হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় মারা যান লেবু মিয়া। লেবু মিয়া জেলার পলাশবাড়ী উপজেলার রামপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে।রবিশাল ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ( ১৪ এপ্রিল) ৪ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা মাজার এলাকায় এ দুঘর্টনা ঘটে।

গতকাল একই পরিবারর নিহত চার সদস্যরা হলেন, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে আনিছুর রহমান(৩০), তার মা রেহেনা বেগম(৫০), স্ত্রী রাজিয়া সুলাতানা (২৫) ও শ্যালক গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গাপুরের গ্রামের আবু তাহেরের ছেলে জাহিদ (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে কালিতলা এলাকায় মালবোঝাই একটি কাভার্ডভ্যান ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকের ৭ জন যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জাহিদকে মৃত্যু ঘোষণা করেন। অপর আহত আনিছুর, তার মা ও স্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসাপালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম আহতদের মধ্যে গোবিন্দগঞ্জ হাসপাতালে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতে তাদের মৃত্যু হয়। পরদিন সকালে সেখানে চিকিৎসাধীর ইজিবাইক চালক লেবু মিয়ার মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫ জনে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম চালক ও সহকারি পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম