মো. ইকবাল হোসেন:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে অসহায় এবং দরিদ্রের মাঝে পবিত্র রামাদান উপলক্ষে ১০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী।
লকডাউনের প্রথমদিন বুধবার থেকেই এলাকার অসহায়দের মাঝে তিনি নিজ উদ্দ্যেগে এই ইফতার সামগ্রী বিতরণ করেন। এরমধ্যে ছিল ছোলা, চিনি, তেল, পিয়াজঁসহ বিভিন্ন খাদ্যদ্রব্য।
মোজাম্মেল হক চৌধুরী বলেন, বৈশ্বিক করোনায় গতবছরের ন্যায় এবছরও এলাকার অসহায় এবং গরিবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। এবং আগামীতে আরও সাহায্য করে যাব ইনশাল্লাহ্। তিনি আরও বলেন, প্রত্যেক বিত্তবানদের উচিত এলাকার দুঃস্থ এবং অসহায়দের সাহায্যে এগিয়ে আসা।