1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় আ.লীগ নেতার বাড়ি থেকে দেশি অস্ত্রসহ ৪শীর্ষ সন্ত্রাসী আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যা নিয়ন্ত্রণে ৩৩০০ কোটি টাকার ঋণ অনুমোদন করলো বিশ্বব্যাংক খুটাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ হত্যা মামলার আসামী আওয়ামী লীগের  চেয়ারম্যানকে বিএনপি সমর্থিত মেম্বারদের ফুল দিয়ে বরণের অভিযোগ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পরবর্তী শুনানি ২৬ মে সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ দোকান–স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনে তালা জবি শিক্ষার্থীদের আন্দোলন দ্বিতীয় দিনে, কাকরাইল সড়কে ব্যারিকেড পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড়: শেহবাজের সঙ্গে আলোচনায় রাজি ইমরান খান রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে ২য় দিনের মতো অবস্থান, সড়ক বন্ধ

আশুলিয়ায় আ.লীগ নেতার বাড়ি থেকে দেশি অস্ত্রসহ ৪শীর্ষ সন্ত্রাসী আটক

বিশেষ প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ২৩৯ বার

সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান সাহেদ এর বাড়ি থেকে বিপুল সংখ্যক দেশি অস্ত্রসহ ৪শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপতার করেছে র‍্যাব-৪ ।

২২মে শনিবার গভীর রাতে ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান সাহেদ এর বাড়ি থেকে এসব অস্ত্র জব্দ করা হয়।

জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে সড়কি, ঢাল, চাইনিজ কুরাল , রামদাসহ দেশি অস্ত্র তৈরির অন্যান্য সরঞ্জাম।

আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজামান জানান, ইয়ারপুর ইউনিয়নে প্রায়ই দেশীয় অস্ত্র ঢাল—সড়কি, রামদা ও তরবারি নিয়ে দাঙ্গা বাধে। এলাকায় আধিপত্য বিস্তারে এসব অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়। হতাহতসহ বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও আইনশৃঙ্খলার অবনতি ঘটে আসছে ঐ এলাকায় দীর্ঘদিন ধরে।
এমন দাঙ্গা হাঙ্গামার জন্য ইয়ারপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান সাহেদএর বাড়িতে বিপুল সংখ্যক দেশি অস্ত্র মজুদ ছিল। গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

সেসময় ওই বাড়িতে বসে শীর্ষ সন্ত্রাসী ও ঢাল তৈরি কারিগর মনসুর আলি রনি, সোনা মিয়া রাজু, আকাশ, কালাম হোসেনসহ ৪জনকে আটক করে র‌্যাব-৪ ।
অপরদিকে আশুলিয়ায় অভিযান চালিয়ে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৩ সদস্যকেও গ্রেফতার করে র‌্যাব-৪।

রবিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর র‌্যাব-৪ এর (অপস) এএসপি জিয়াউর রহমান চৌধুরী।

গ্রেফতারকৃতরা হলেন-পাবনা জেলার মোঃ আলিফ (৩২), ঢাকা জেলার মোঃ কালাম (৪৮), বরিশাল জেলার মোঃ রুবেল মৌলভী (২৭), সিরাজগঞ্জ জেলার মোঃ লিটন রানা(২৭), বরগুনা জেলার মোঃ রাকিব (২২), রংপুর জেলার মোঃ রেজাউল করিম (২৮), ও ময়মনসিংহ জেলার মোঃ মিলন মিয়া (৩২)।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২২ মে রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল ও পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

সেসময় কয়েকজন ছিনতাইকারীকে যানবাহনে ছিনতাই ও ডাকাতি করার জন্য অবস্থাান করছিলো। এমতবস্থায় পরে প্রায় ১ ঘন্টা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১টি খুর, ১টি হাসুয়া, ১টি ইলেকট্রিক কাটার, ১টি কাচি, ২টি প্লাশ, ১টি গ্যাস কাটার, ৩টি টেস্টার, ৪টি ড্রিল মেশিন ও ১৩টি মোবাইলসহ ৭জনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়,আসামীরা দীর্ঘদিন ধরে ৮থেকে ১০জন দলবদ্ধ হয়ে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্নস্থাানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ , মোবাইল, স্বর্ণালঙ্কার বিভিন্ন প্রকার জিনিস পত্র ডাকাতি করে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net