মুহা. জহিরুল ইসলাম অসীম:
আনসার ও ভিডিপি সদস্যরা জনকল্যাণ মূলক কাজে সর্বদা নিবেদিত প্রাণ। তারা করোনা শুরুকালিন করোনা সচেতনতায় ও আক্রান্তদের বাড়ি গিয়ে লাল পতাকা চিহ্নিত করন, জেলা প্রশাসনের সাথে মোবাইল কোর্টে সহায়তা প্রদান করে প্রশংসনীয় ভৃমিকা পালন করেছে বললেন, নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান। জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বুধবার নেত্রকোণা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ৩ সপ্তাহ ব্যাপী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনকালে এসব কথা বলেন।
পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিঃ দায়িত্ব) মোঃ জিয়াউল হাসানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মাকসুদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল, সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মনিরুল ইসলাম ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠান শেষে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে অতিথিদের নিয়ে দু’টি ফলজ গাছের চারা রোপণ করেন।