1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নবম শ্রেণীর ছাত্র ছুরিকাঘাতে নিহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ মে ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

মাগুরায় নবম শ্রেণীর ছাত্র ছুরিকাঘাতে নিহত

মোঃসাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১৯৬ বার

মাগুরা সদরের বেরইলপলিতা এলাকায় ছুরিকাঘাতে নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
২৭ জুলাই মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম কাজী গোলাম রসুল (১৫)। সে বেরইলপলিতা আলহাজ কাজী আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

বেরইলপলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোন্দকার মহম্মদ আলী জানান, গোলাম
রসুল ঘটনার সময় রাত সাড়ে আটটার দিকে বেরইলপলিতা দক্ষিণ পাড়ায় নূর আলমের বাড়ির সামনের সড়কে দাঁড়িয়েছিল। এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রসুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

মাগুরার ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক জানান, হাসপাতালে আনার আগেই গোলাম রসুলের মৃত্যু হয়েছে। তাঁর বুকে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে।

নিহত স্কুল ছাত্র কাজী গোলাম রসুল বেরইরপলিতা গ্রামের কাজী রওনক হোসেনের ছেলে। তাঁর বাবা স্থানীয় বাজারে চা বিক্রি করেন বলে জানা গেছে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে গোলাম রসুল সবার ছোট।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নুল আবেদিন জানান, মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে গোলাম রসুলের মৃত্যু হয়। পুলিশ ধারণা করছে, অনলাইনে গেম খেলা নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। লাশ মর্গে পাঠানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে। বড় ধরনের দূর্ঘটনা প্রতিরোধে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোলাম রসূলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম