1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে একদিনের প্রবল বর্ষন,পাহাড়ী ঢলের শ্রোতে সর্তা খালের ভাঙ্গনে তলিয়ে গেছে রাস্তাঘাট-ঘরবাড়ী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিবারতন্ত্রের রাজনীতি দেশের মানুষ আর গ্রহন করবে না – ড. শফিকুল ইসলাম মাসুদ ‘দেশে আ. লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না’- ড. আসাদুজ্জামান রিপন শহীদ আবু সাঈদের ঋণ শোধ করা সম্ভব নয়- এটিএম আজহারুল ইসলাম ‘২৭০ কোটি টাকা আত্মসাৎ’ : সাইফুল আলম-পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা বর্তমানে দেশে ৮০ লাখ মাদকাসক্ত রয়েছে: সেমিনারে বক্তরা  আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ সোনাইমুড়ীতে জুলাই শহীদদের স্মরণে জামায়াতে ইসলামীর এতিমদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন  বিএনপি ও আত্ম সমালোচনা ইসলামী ব্যাংকের সাথে ড্যাফোডিল কম্পিউটারস-এর চুক্তি পিআর চালু হলে দেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী

রাউজানে একদিনের প্রবল বর্ষন,পাহাড়ী ঢলের শ্রোতে সর্তা খালের ভাঙ্গনে তলিয়ে গেছে রাস্তাঘাট-ঘরবাড়ী

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২১২ বার

রাউজানে একদিনের প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে পশ্চিম ডাবুয়া এলাকায় গণির ঘাট ব্রীজের পাশে সর্তা খালের ভাঙ্গনে গণি চৌধুরী সড়ক, ফসলী জমি ও এলাকার মানুষের বসতবাড়ী বন্যার পানিতে তলিয়ে যায়।গতকাল ২৫ আগষ্ট বুধবার ভোর থেকে টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলের শ্রোতে সর্তা খালের উপর নির্মিত গণির ঘাট ব্রীজের পাশে সর্তা খালের ভাঙ্গনে সৃষ্টি হয়। এছাড়াও প্রবন বর্ষণে রাউজানের হলদিয়া ইউনিয়নের গর্জনিয়া এলাকায় সর্তা খালের ভেড়ি বাঁধের বাধের উপর দিয়ে পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে হলদিয়া ভিলেজ রোড ডুবে যায়। রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের ক্ষেত্রপাল মন্দিরের পাশে ও জানালী হাট ব্রীজের পাশে ডাবুয়া খালের ভাঙ্গন সৃষ্টি হয়ে ক্ষেত্রপাল মন্দির এলাকা ও সন্দ্বীপ পাড়া, জানালী হাট এলাকা পানিতে ডুবে যায়। ডাবুয়া খালের ভাঙ্গন দিয়ে পাহাড়ী ঢলের শ্রোতের পানি চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের জানালী হাট এলাকায় প্রবাহিত হলে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের জানালী হাট এলাকায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়। প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে চিকদাইর ইউনিয়ন পরিষদের সামনে নির্মিত ভেড়ি বাঁধও ধসে পড়েছে। এদিকে টানা একদিনের বৃষ্টিতে গণির ঘাট ব্রীজের পাশে ভেড়ি বাঁধের ভাঙ্গন দিয়ে প্রবাহিত হলে পশ্চিম ডাবুয়া গণির চৌধুরী সড়ক, হলদিয়া ভিলেজ রোড, দুর্গাচরন সড়ক, চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের জানালী হাট, ফসলী জমিসহ মানুষের ঘরবাড়ী ডুবে যায়। রাউজানের হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, সর্তা খালের যে সব এলাকায় ভাঙ্গন সৃষ্টি হয়ে গত চার বৎসর পূবে সড়ক, ইউনিয়ন পরিষদ ভবন, এলাকার মানুষের ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়। ভাঙ্গন কবলিত এলাকায় সর্তা খালের ভাঙ্গন রোধে রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর একান্ত প্রচেষ্টায় বাঁধ নির্মাণ করায় পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে এলাকায় এবার পানি প্রবেশ করতে পারেনি।
তবে গর্জনিয়া এলাকায় সর্তা খালের ভেড়ি বাঁধের উপর দিয়ে পাহাড়ী ঢলের শ্রোতের পানি এসে গর্জনিয়া এলাকায় হলদিয়া ভিলেজ রোডের উপর দিয়ে পানি গড়িয়ে পড়ে। রাউজানের ডাবুয়া ইউনিয়নের মেম্বার মিটু শীল বলেন, প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে পশ্চিম ডাবুয়া গণির ঘাট ব্রীজ এলাকায় ভাঙ্গন সৃষ্টি হয়ে গনির ঘাট ব্রীজ ও ফসলী জমির আমন ধানের চারা পানিতে তলিয়ে গেছে। রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ বলেন, সর্তা খালের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছি সর্তা খালের ভাঙ্গন দিয়ে পাহাড়ী ঢলের শ্রোতের পানি প্রবেশ করে গণির ঘাট সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net