1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা বরুমচড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আগুন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৭২ বছর পর ভাষা আন্দোলনের প্রথম শহীদ  রফিকের কবরটি সনাক্ত  প্রবীণ সাংবাদিক জিয়াউল হক আর নেই কৃষি জমির টপসয়েল কাটার দায়ে রামগড়ে চার লক্ষ টাকা জরিমানা বাঁশখালীতে বৃষ্টির জন্য ইসতিকার নামাজ আদায় রামগড়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ রাউজানের দক্ষিণ হিংগলায় হক কমিটির দায়রা শাখার নির্মাণ কাজ শুরু মাগুরায় ভোট গ্রহন কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঠাকুরগাঁওয়ে জরিপ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় অংশীজনের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা । সংখ্যালঘুর দোহাই দিয়ে বিক্রিত জমি দখলে রাখতে চান তুলসী রানী দাস

আনোয়ারা বরুমচড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আগুন

বদরুল হক (আনোয়ারা) চট্টগ্রাম ;
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৫ বার

আগুনে ভস্মীভূত হয়েছে চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়া ইউনিয়ন পরিষদ অস্থায়ী কার্যালয়। আগুনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে থাকা সরকারি নথি, কম্পিউটার ও পরিষদের গুরুত্বপূর্ণ কাগজ পত্র, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৪সেপ্টেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা সম্ভব হয়নি।
ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরের দিকে বরুমছড়া ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ কার্যালয়ের চেয়ারম্যানের অফিস কক্ষে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ে। তখন আশপাশের লোকজন এসে আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে পুরো কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এসে দেখি কার্যালয়ে আগুন জ্বলছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিভানো সম্ভব হয়। আগুনে কার্যালয়ের অফিস কক্ষে থাকা সরকারি নথি, কম্পিউটার, আসবাপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে ব্যাপারে কিছুই বলতে পারেননি তিনি।
বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন,কে বা কাহারা আমার কার্যালয়ে আগুন দিয়েছে বলতে পারি নাই তবে এ বিষয়ে আমি অভিযোগ করেছি থানায়, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে আজ ১১ টায় ইউএনও মহোদয় পরিদর্শনে আসে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, বরুমচড়া ইউনিয়ণ পরিষদ পুড়ে গেছে খবর পেয়ে পরিদর্শনে গিয়েছি এ বিষয়ে উর্ধতন কতৃপক্ষকে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম