1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর জন্মদিন আজ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ মে ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় মহানবী (সাঃ)কে নিয়ে কুটুক্তি করায় দুটি বাড়িতে আগুন! সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক শেষ সময়ে রাত -দিন এক করে প্রার্থীরা বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন । অন্যদিকে বিএনপি ভোট বর্জনের লিফলেট বিতরণে মরিয়া হয়ে উঠেছেন চৌদ্দগ্রামে বজ্রপাতে মাটিকাটার শ্রমিক নিহত প্রক্টরের অপসারণের দাবিতে কুবি শিক্ষকের পাশে এবার সহকর্মীরা চন্দনাইশে বৌদ্ধ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিবু বড়ুয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন  নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহাগ দাবি আদায়ের লক্ষ্যে দশম দিনের মতো কুবি শিক্ষকদের অবস্থান তিতাসে ওমান প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচারের অভিযোগ বাংলাভাষাকে ধ্রুপদী ভাষা ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ – Mengenal Lebih Dekat Slot Fortune Dragon

শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর জন্মদিন আজ

রেজা শাহীন:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ১৯০ বার

শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর জন্মদিন আজ। তিনি নারায়ণগঞ্জের গোদনাইলে ১৯৬৪ সালের ৩০ অক্টোবর জন্মগ্রহণ করেন। তার
পৈতৃক নিবাস চাঁদপুর জেলার সিকিরচর গ্রামে।

হুমায়ূন কবীর ঢালী কলেজ জীবন থেকে লেখালেখি শুরু করেন। মূলত প্রেমের উপন্যাস দিয়ে লেখালেখি শুরু হয় তার। পরবর্তীতে শিশুসাহিত্যের প্রতি আগ্রহ তৈরি হয় । তিনি দেশে দেশের বাইরে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তার লেখা শিশুসাহিত্য পৃথিবীর বিভিন্ন দেশের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। গ্রিসের স্কুল পাঠ্যসূচিতে তার লেখা A Cowboy And A Magic Mango Tree শিশুতোষ লেখাটি অন্তর্ভুক্ত হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা থেকে ভারতের ওড়িয়া ভাষায় তার বই প্রকাশিত হয়েছে একাধিক বই। বইয়ের ভাষা ছড়িয়ে দেবার লক্ষ্যে তার নিজ গ্রামে গড়ে তুলেন ‘আমাদের পাঠাগার’ নামে একটি পাঠাগার। যেখানে সবাই বিনামূল্য বই পড়ার সুযোগ পাচ্ছে। শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী
বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি।

তার লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ১০০ টি।
এর মধ্যে উল্ল্যেখযোগ্য, একাত্তরের মিলিটারি ভূত
পিতাপুত্র, বিশটি কিশোর গল্প, ক্লাসমেট, লজিংবাড়ি, এক যে ছিল হাঙ্গর, কালোমূর্তি রহস্য, কাব্য ও অ্যাঞ্জেলের বন্ধুরা, আলাভোলা ছেলেবেলা, ডিয়াওয়ালা, দুষ্ট ছেলের গল্প, কাকের ছা কঙ্কাবতী, সব লেখা ছোটদের, কিশোরসমগ্র ১, ২, টিয়া পাখির জন্মদিনে, The birthday gift, A cowboy & a magic mango tree, নীলগ্রহের রহস্য, নীলচরের ভূত, পারিকন্যা, বিলাইসমগ্র, আয় ফিরে যাই, জার্নি টু তাজমহল (ভ্রমণকাহিনি), বাঙালের আমেরিকা দর্শন (ভ্রমণকাহিনি), ব্রিজ টু কানাডা (ভ্রমণকাহিনি), উড়ে যাই দূরে যাই (ভ্রমণগল্প), তোমার চোখের জল, যুদ্ধরোদন (গল্পগ্রন্থ), মাকে নিয়ে একশ ছড়া (সম্পাদিত), পাখির গল্প পাখির ছড়া (সম্পাদিত)।

শিশুসাহিত্যে তার অবদানের জন্য পেয়েছেন দেশ এবং দেশের বাইরে অসংখ্য পুরস্কার এবং সম্মাননা। এরমধ্যে উল্লেখযোগ্য, সালেহীন মেমোরিয়াল অ্যাওয়ার্ড (২০০৬), অতীশ দীপঙ্কর স্বর্ণপদক[২] (২০০৬), সালেহীন মেমোরিয়াল অ্যাওয়ার্ড (২০০৬), কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি স্বর্ণপদক (২০০৭), চিলড্রেন অ্যান্ড উইমেন ভিশন ফাউন্ডেশন অ্যাওয়ার্ড (২০০৭), নওবাব ফয়ুজুন্নেসা স্বর্ণপদক (২০০৮), পদক্ষেপ শিশুসাহিত্য পুরস্কার (২০১১), মীনা মিডিয়া অ্যাওয়ার্ড [৩] (২০১২), এম নূরুল কাদের ফাউন্ডেশন শিশুসাহিত্য পুরস্কার (২০১৩),
লোকছড়া ফাউন্ডেশন কলম সৈনিক পুরস্কার (২০১৩), কবি সংসদ বাংলাদেশ শিশুসাহিত্য পুরস্কার (২০১৩), বিশাল বাংলা সাহিত্য পুরস্কার (২০১৬), এবিটিভি মাল্টিমিডিয়া লিমিটেড সম্মাননা (২০১৬), সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার (২০১৭), ঝুমঝুমি শিশুসাহিত্য পুরস্কার (২০১৮),
রংপুর বিভাগীয় সাহিত্য পরিষদ সম্মাননা (২০১৯),
সাহিত্য পরিষদ সম্মাননা (২০১৮) চাঁদপুর,
চোখ সাহিত্য পুরস্কার (২০১৩)পশ্চিমবঙ্গ, ভারত,
তোরষা সাহিত্য সম্মাননা (২০২০)কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত, লেখালেখি সাংস্কৃতিক সংস্থা সাহিত্য সম্মাননা (২০১৯), ভুবনেশ্বর, ওডিশা, ভারত।

বর্তমানে হুমায়ূন কবীর ঢালী ‘নিউইয়র্ক বাংলা বইমেলা-২০২১’ অংশ নিতে নিউইয়র্কে অবস্থান করছেন। নিউইয়র্ক বাংলা বইমেলা উপলক্ষ্যে “মিট দ্য প্রেস”। ২৭ অক্টোবর বুধবার, ২০২১
নিউইয়র্কে ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া মেলা চলবে ১ নভেম্বর পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম