1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্পা সেন্টারে যৌনতা ঠেকাতে আসামে প্রশংসনীয় উদ্যোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রীপুরের ইউএনও রাখী ব্যানার্জী জন্ম ও মৃত্যু নিবন্ধনে খুলনা বিভাগে প্রথম জমি নিয়ে ভুয়া মামলা প্রত্যাহার চায় অসহায় পরিবারটি ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আদালতে আরও একটি মামলা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ক পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করণের দাবিতে আলোচনা সভা খাগড়াছড়ির পানছড়ির দূর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ওষুধ বিতরণ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সুধীজনের সাথে মত বিনিময় সভায় বক্তব্যে বলেন,জনগণের হয়ে কাজ করতে চাই—-জেলা প্রশাসক ঠাকুরগাঁওয়ে টিসিবির পন্য উধাও, ক্ষুদ্ধ কার্ডধারীরা ! দূর্গোৎসব উপলক্ষে শীলকূপ ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরণ হযরত এয়াছিন শাহ্ পাবলিক কলেজে ঈদে মিলাদুন্নবীউদযাপন ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় পুকুরে ডুবে ১জনের মৃত্যু !

স্পা সেন্টারে যৌনতা ঠেকাতে আসামে প্রশংসনীয় উদ্যোগ

এম এ জব্বার।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৯৭ বার

অনেক পার্লারেই পুরুষের শরীর দলাইমলাই করেন মহিলারা। কোনও কোনও জায়গায় উল্টোটাও হয়। অর্থাৎ নারী শরীর ‘মাসাজ’ করেন পুরুষ পার্লারকর্মী। আর এ সবের নামে কোথাও কোথাও বন্ধ দরজার পিছনে পাতা হয় দেহ ব্যবসার ফাঁদও। স্পা-পার্লার-স্যালোঁতে এমন সব কার্যকলাপের একাধিক অভিযোগ আসতেই এ বার কড়া নির্দেশিকা জারি করল অসমের গুয়াহাটি পৌরসভা।

ওই নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, ওই সব জায়গায় আর মহিলাদের দিয়ে দলাইমলাই করাতে পারবেন না পুরুষেরা। মহিলারাও পারবেন না পুরুষদের দিয়ে ‘মাসাজ’ করাতে। শুধু তাই নয়, ওই সব স্পা-পার্লার-স্যালোঁর দরজাও স্বচ্ছ হতে হবে। অর্থাৎ, ভিতরে কী চলছে, তা যেন বাইরে থেকে পরিষ্কার দেখা যায়।গত ১৩ নভেম্বর এই নির্দেশিকা জারি করেছে পৌরসভা। তাতে বলা হয়, নাগরিক সমাজের পছন্দ ও অপছন্দের বিষয়টি মাথায় রেখেই স্পা-পার্লার-স্যাঁলোর জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে।

কী নির্দেশ দেওয়া হয়েছে—
• স্পা-পার্লার-স্যাঁলোর ভিতর মাসাজের জন্য আলাদা কোনও ঘর রাখা যাবে না।
• মূল দরজা স্বচ্ছ হতে হবে।
• স্পা বা সমলিঙ্গের পার্লারে প্রশিক্ষিত থেরাপিস্ট নিয়োগ করতে হবে।
• বিপরীত লিঙ্গের কেউ কারও মাসাজ করতে পারবেন না।
• স্টিম বাথের ব্যবস্থা রাখা যেতে পারে। কিন্তু বিপরীত লিঙ্গের কেউ গ্রাহককে পরিষেবা দিতে পারবেন না।
• স্পা বা পার্লারে যাঁরা আসছেন, তাঁদের নাম ও ফোন নম্বর নিয়ম মেনে নথিভুক্ত করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম