অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান চালানোর সিদ্ধান্ত দিয়েছে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটি, এছাড়াও জ্বালানী তেলের দাম বৃদ্ধি ইস্যুতে অতিরিক্ত ভাড়া আদায়কারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন জেলা প্রশাসক মামুনুর রশীদ।
১৪/১১/২১খ্রিঃ (রবিবার) জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত দেয়া হয়।
জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ পদস্থ কর্মকর্তারা বক্তব্য রাখেন।
জেলার সার্বিক বিষয়ে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, অবৈধ দোকান ও বাস কাউন্টার উচ্ছেদ, স্থানীয় নির্বাচনের আইন-শৃংখলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ রাখাসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।