চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বহনকারী ড্রাম্পার এবং জিআর পরোয়ানা ভুক্ত আসামী সহ ২ জন কে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এস আই (নিঃ) বিল্লাল হোসেন,সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে চন্দনাইশ থানাধিন দোহাজারী পৌরসভাত্থ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কে অভিযান চালিয়ে ২০,০০০(বিশ হাজার)পিস ইয়াবা ও ইয়াবা বহনকারী একটি ড্রাম্পার সহ আসামী,দোহাজারী হাসনদন্ডির কাজীর পাড়ার আহম্মদ কবির পঃ(বরাইয়া)ছেলে বাবুল মিয়া(৩৫)কে গ্রেফতার করে।
অপরদিকে পৃথক অভিযানে দোহাজারী দেওয়ান হাট তাজুল মুল্লুক এর বাড়ির ইসলাম মিয়া পঃ(ভুচুইক্যা)ছেলে বাচা মিয়া কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।