1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঙ্গালহালিয়াতে গুরুভান্তে উঃ খেমাচারা মহাথেরের ৬ষ্ট তম আচারিয়া (গুরু) পূজানুষ্ঠান সম্পন্ন। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জের হারভেস্টার নেত্রকোনায় ২৪ ঘন্টার মধ্যে ফেরত আসার নির্দেশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাল ভোট দেওয়ায় ১ জন যুবক আটক ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাল ভোট দেওয়ার চেষ্টা, যুবকের ৭ দিনের কারাদণ্ড ! নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: চৌদ্দগ্রামে নিজঘরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবক নিহত নবীগঞ্জে ১০টি হারভেস্টার মেশিন বিতরণ অনুষ্ঠান॥ আমি কৃষক মজুর সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছি তাই তাদের মুখে হাঁসি ফুটানোর জন্য কাজ করছি — কেয়া চৌধুরী অনুমোদন ছাড়াই চলছে সৈয়দপুরে পুকুর খনন, দেখেও নির্বিকার প্রশাসন চৌদ্দগ্রামে হারল্যান স্টোর এর উদ্বোধন করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান এমপি কেন্দ্রীয় শহিদ-মিনার অযত্ন-অবহেলার শিকার রক্ষণাবেক্ষণে স্থায়ী লোক নিয়োগের দাবী। — এমএ বার্নিক ঠাকুরগাঁওয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

বাঙ্গালহালিয়াতে গুরুভান্তে উঃ খেমাচারা মহাথেরের ৬ষ্ট তম আচারিয়া (গুরু) পূজানুষ্ঠান সম্পন্ন।

রাজস্থলী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ২০৯ বার

খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, ভদন্ত উঃ খেমাচারা মহাথের ধর্মীয় গুরুর পাশাপাশি তিনি একজন আর্দশ মানবসেবক পথ প্রর্দশক হিসেবে সকলে পরিচিত। এর আলোকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দুর্গম এলাকায় পিছিয়ে পড়া পাহাড়ি সসম্প্রদায়ের জনগোষ্ঠীর অনাথ ছেলেরা আশ্রমে থেকে লেখাপড়া করার সুযোগ পেয়েছে । ভবিষৎতে সুদূর আরো প্রসারিত করতে পারি এটা সকলে কাছে সার্বিক সহযোগিতা চাই। শুধু তাই নয়, পার্বত্য অঞ্চলে ধর্মীয় গুরু ভদন্ত উঃ খেমাচারা মহাথেরের যতেষ্ট শুনাম রয়েছে। এই সুনাম ধরে রাখতে সকলকে মানব সেবার নিয়োজিত রাখার আহ্বান জানান। তিনি আরো মহতি অনুষ্ঠানে ১,টি জেনারেটর সহ চার দিকে ওয়াল নির্মাণে অঙ্গীকার করেন। শুক্রবার (৭ জানুয়ারি) সকালে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া নাইক্যছড়া আগাপাড়া বৌদ্ধ বিহারের দায়ক দায়িকাদের উদ্যোগে আয়োজিত বাঙ্গালহালিয়া আগাপাড়া বৌদ্ধ কল্যাণ অনাথালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মায়ানমার সরকার কর্তৃক মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা উপাধি প্রাপ্ত, পরম পূজনীয় গুরুভান্তে উঃ খেমাচারা মহাথেরের ৬ষ্ট তম আচারিয়া (গুরু) পূজানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সঞ্চলনায় ছিলেন উঃ নাইন্দিয়া ভিক্ষু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভদন্ত রাজিন্দা ভিক্ষু, ভদন্ত জতিকা থের, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইচপ্রু মাষ্টার, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, মানবধিকার নারী নেত্রী ডলিপ্রু মারমা নেলি,বান্দরবান। রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, বলিপাড়া ইউপি চেয়ারম্যান জেঅং মারমা পুলক বড়ুয়া, উক্যচিং মারমা ব্যাংকার, অভি চৌধুরী, পুলক চৌধুরী, সদস্য সচিব হ্লাথোয়াইচিং মারমা, সুইথুইমং মারমা, চাইথোয়াইমং মারমা, উঃ গাইন্দামালা মহাথের, ইন্দিয়া ভিক্ষু, উঃ ইউজারা ভিক্ষুসহ তিন পার্বত্য জেলার ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন বিহারের বিহার অধ্যক্ষ, ভিক্ষু ও আগত দায়ক-দায়িকাগনরা এ মহাথের গুরু ভান্তেকে বিভিন্ন দানীয় সামগ্রী পূজা ফল ফুলসহ নিজ হাতে উপহার প্রদান করা হয়েছে। শেষান্তে গুরু পূজানুষ্ঠানে ভদন্ত খেমাচারা মহাথের জানান, বিহার ও অাশ্রমের সামনের দিকে উন্নয়ন এগিয়ে যেতে পারি, উপাসক ও উপাসিকা সরকারী বেসরকারি প্রতিষ্ঠান হতে অনুদানের জন্য আর্থিক সার্বিক সহযোগিতায় পাওয়ার জন্য আহবান জানাই। সাথে নতুন বান্দরবান জেলাতে বালাঘাটা এলাকায় ১ বৌদ্ধ বিহার, ১ টি অনাথ আশ্রম সহ জাদি নিজ অর্থায়নের নির্মানাধীন রয়েছে। সব্বে স ত্তা সুখীতা হোন্ত জগতে সকল প্রাণী সুখী হউক। সাধু-৩।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম