মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদি গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধী পরিবারের ঘর পুড়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি।
এমন সংবাদ পেয়ে আগুনে পুড়ে চাওয়া নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন মানবতার সেবায় নিয়োজিত এএমসিবি ফাউন্ডেশনের সভাপতি এ এন এম হুমায়ুন কবির সাগর ও ফাউন্ডেশনের সদস্যরা। গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদি গ্রামে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ নিঃস্ব পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন আমেরিকান প্রবাসী নিজাম উদ্দিন মিয়া,ইছাপুরা ইউনিয়ন যুবলীগ সভাপতি সুখন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মিশর তালুকদার, বিক্রমপুর কেবি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ চৌধুরী, সোহাগ ঢালী, ফাহিম হাওলাদার, আলী মোহাম্মদ, রাজু আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত রবিবার ৩ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নে মধ্যম শিয়ালদি গ্রামের শেখ বাড়িতে ওসমান শেখের রান্নাঘরে আগুন লাগে। সেই আগুন মুহূর্তে পাশে থাকা বুদ্ধি প্রতিবন্ধী নূর হোসেন শেখের বসতঘর পুড়ে যায়।