কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্যের নামে নামকরন করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে ২০২১ সালে কুমিল্লা তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে প্রতিষ্ঠিত হয় সামাজিক সংগঠন “মেরী আপা ফ্রেন্ডস ক্লাব”। এটি প্রতিষ্ঠিত করেন প্রবাসী আব্দুল লতিফ ভূইয়া। সংগঠনটি কার্যক্রম গতিশীল করতে আগামী ২০২২-২৩ এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
উক্ত নতুন কমিটিতে মোঃ ফারুক সরকারকে সভাপতি ও সোহরাব সরকারকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। পাশাপাশি ২১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। প্রতিষ্ঠাতা আবদুল লতিফ ভূইয়া এই কমিটি গুলো অনুমোদন করেন।
উল্লেখ্য, ‘মেরী আপা ফ্রেন্ডস ক্লাব’ সংগঠনটি ২০২১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন অসহায় দরিদ্র পরিবারকে আর্থিক ও খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করে আসছেন।