চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সাবেক সভাপতি জামাল পাশা শওকতের স্মরণ সভা, ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। ২২ এপ্রিল শুক্রবার বিকালে ফটিকছড়ির সরকারী কলেজ মাঠে এ স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান রুপুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, এটিএম পেয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি এম পি, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার তানজীবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, কেন্দ্রীয় আ’লীগ নেতা মাহমুদ সালাহউদ্দীন চৌধুরী ও জেলা আওয়ামী লীগ সদস্য বখতিয়ার সাঈদ ইরান। এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল বশর, মাওলানা ইউসুফ, হাসান সরোয়ার আজম চৌধুরী, তসলিম বিন জহুর, জাহাঙ্গীর আলম, সাদাত আনোয়ার সাদী, আবুল কাশেম, শফিউল আলম, সরোয়ার উদ্দীন, জালাল হোসেন, হাবিব মুহাম্মদ সাজ্জাদ, এডভোকেট সালামত উল্লাাহ চৌধুরী শাহীন, মাইনুল করিম সাউকি, মুহাম্মদ মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি একে আজাদ বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, যুবলীগ নেতা সাহেদুল আলম, জিয়া উদ্দীন, গিয়াস উদ্দীন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।