1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যারা মুজিবনগর দিবস পালন করেনা তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না- বাহাউদ্দীন নাসিম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মবের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে একটি কুচক্রীমহল: মির্জা ফখরুল নবীনগরে ‘আমিও পারবো’ শীর্ষক উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতি ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে: জামায়াত আমির আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল : তারেক রহমান আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না’ দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা সোনাইমুড়ী উপজেলাবাসীর আলাদা সংসদীয় আসন ঘোষণা ও বিরতিহীন ট্রেনের দাবিতে জামায়াতের মানববন্ধন

যারা মুজিবনগর দিবস পালন করেনা তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না- বাহাউদ্দীন নাসিম

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২২৬ বার

যারা মুজিবনগর দিবস মানে না,যারা মুজিবনগর দিবস পালন করে না , তারা আর যাই হোক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না । তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার উপর বার বার আঘাত হানতে চাই। বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করতে চাই। বাংলাদেশের জনগনের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চাই। তারা যে অপরাজনীতি করছে সেই অপরাজনীতির বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। যেকোন মূল্যে এই অপশক্তিকে মোকাবেলা করতে হবে। বিএনপিরা জামায়াতের সাথে আতায়াত করে বাংলাদেশকে শ্রীলংকা বানাতে চাই। তাদের এই সড়যন্ত্র বাংলাদেশের মানুষ বোঝে। ১৭ এপ্রিল রবিবার মুজিবনগর আ¤্রকাননে মুজিবনগর দিবসের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ প্রগতিশীল ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিনত হয়েছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই সকল অপশক্তিকে পরাজিত করে উন্ননের অগ্রগতির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে জনগনের ভোটে নির্বাচিত হয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবো। এবং সকল অপশক্তিকে ঝেটিয়ে বিদায় করে প্রগশিল বাংলাদেশ আমরা গড়ে তুলবো।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এর সভাপতিত্বে জনসভায় সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, শেখ হাসিনা প্রতিশ্রুতি অনুযায়ি মুজিবনগরকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ আগামী দুই মাসের মধ্যে শুরু হবে। ১ হাজার কোটি টাকার প্রকল্পটি ইতিমধ্যে একনেকে উঠেছে। আগামী অর্থ বছরেই বরাদ্দ পাওয়া যাবে। এছাড়াও মুক্তিযোদ্ধাদের বয়ষ নিয়ে বিভ্রান্তের বিষয়ে তিনি বলেন, অনেক মুক্তিযোদ্ধার এনআইডি কার্ডের সাথে মুক্তিযুদ্ধের বয়ষের কোন মিল নেই। আমরা তাদের কাগজ পত্র যাচাই বাছাই করছি।

জনসভার শুরুতে স্বাগত বক্তব্যে বি এম মোজাম্মেল হক বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার মুক্ত হওয়ার পর যুদ্ধ বিদ্ধস্ত বাংলাদেশকে তিন বছরের মধ্যে ঘুরে দাড় করিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর পর স্বাধীনতার বিপক্ষের শক্তিরা ক্ষমতায় এসে দেশে লুটপাট, দূর্নীতি চালিয়ে দেশকে পিছিয়ে দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক এর সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সাংসদ ফরহাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান, সদস্য পারভিন জামান কল্পনা, এডভোকেট গ্লোরিয়া ঝর্না সরকার এমপি, মেহেরপুর ২ আসনের সাংসদ সাহিদুজ্জামান খোকন, জেলা আওয়মী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাসেম মাস্টার, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমান পিপুল, ফরিদা পারভিন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net