সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম উদ্যোগে স্পীড বোট দূর্ঘটনায় নিহতের স্মরণে নিরাপদ নৌ-রুট দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে উদম গাঁয়ে ব্যতিক্রমী প্রতিবাদী মানববন্ধন করেন সন্দ্বীপবাসী। সন্দ্বীপ এসোসিয়েসন এর সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন লায়ন কাজী জিয়া উদ্দীন, সারোয়ার জামিল শামীম, নারী নেত্রী রোমানা নাসরিন, সিনিয়র সাংবাদিক সালেহ নোমান , সাংবাদিক সারওয়ার সুম্ন, গণমাধ্যম কর্মি আবু রায়হান তানিন, সংগঠক খাদেমুল ইসলাম,অনলাইন এক্টিভিস্ট নুরুল ইসলাম শিমুল, অধিকার কর্মী আব্দুল কাদের মানিক , সভাপতি, সন্দ্বীপ এসোসিয়েশন এডভোকেট এম.এ. বারী , ছাত্র নেতা বাবর উদ্দিন সাগর, ছাত্র ফোরামের সভাপতি ইমতিয়াজ কবি্র, সংগঠক শেখ মোঃ শরীফুল আলম সৌরভ, সংবাদ কর্মী ইব্রাহীম অপু প্রমুখ ।
বক্তরা তাদের বক্তব্যে বেশ কিছু দাবি তুলেন –
১। কুমিরা-গুপ্তছড়া নৌ ঘাটের একক ইজারাপ্রথা বাতিল পূর্বক একাধিক ইজারা প্রথার ব্যবস্থা করা,
২। ভাসমান জেটি /পন্টুন/ সী ট্রাক দ্বারা স্টীমারে যাত্রী উঠানামার ব্যবস্থা করা,
৩। নিরাপদ নৌযান / অনুমোদিত নৌযান দ্বারা যাত্রী পারাপারের ব্যবস্থা করা।
৪। যাত্রী সেবার মান বৃদ্ধি করা এবং নিরাপত্তা নিশ্চিত করা।
৫। বিপদগ্রস্ত যাত্রীদের উদ্ধারের সুব্যবস্থা নিশ্চিত করা।
৬। স্থানীয় প্রশাসনের সমন্বয়ে নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা করা।
৭। নিহতদের পরিবারকে ক্ষতি পুরণ প্রদান করা।
৮। সন্দ্বীপ চট্টগ্রামের নৌরুটের সকল ঘাট যাত্রী পারাপারের ব্যবস্থা করা।
৯। সর্বোপরি একটি দায়িত্বশীল জবাবদিহিমূলক উপর্যুক্ত কর্তৃপক্ষের নিকট ঘাটের ব্যবস্থাপনা হস্তান্তর করার।