আজ পহেলা বৈশাখ। বৈশাখ উপলক্ষে নরসিংদীবাসী মেতে উঠেছে উৎসব আর আনন্দ আয়োজনে। আজ সকালে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে বার্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। পরে নতুন শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে শুরু হয় গ্রাম-বাংলার আবহমান নানা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজন রয়েছে বাউল গান ও নাটক পরিবেশন, যাত্রাপালাসহ বাংলা সংস্কৃতির ব্যতিক্রমী এ আয়োজন।
এছাড়া প্রতি বছরের ন্যায় এবারও নরসিংদী শহরের ঐতিহ্যবাহি আরশীনগর বটমূল ও স্টেডিয়ামে সাতদিন ব্যাপী বৈশাখী মেলা ও প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নরসিংদী
জেলার শহরের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠনগুলো প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছে। সাতদিনব্যাপী বৈশাখী মেলায় বসেছে বিভিন্ন ধরনের দেশীয় পণ্যে’র স্টল।