মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়-২ প্রকল্পের অধিনে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে তৃতীয় ধাপে রামগড়ে ৭৭টি জমিসহ ঘর প্রদান উপলক্ষ্যে রামগড়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত।
রবিবার (২৪ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার।
এসময় তিনি বলেন, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। সেই আলোকে ঈদের আগে রামগড়ে ৭৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবার দুই শতক জমিসহ দ্বি কক্ষ বিশিষ্ট একটি সেমিপাকা ঘর পাবে।
আগামি ২৬ এপ্রিল মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ঘরের উদ্বোধন ও হস্তান্তর করবেন। তিনি আরো জানান,আশ্রয়-২ প্রকল্পের অধিনে তৃতীয় ধাপের এ ঘরগুলো নির্মাণে প্রতিটি ২লক্ষ৫৯হাজার৫০০শত টাকা ব্যয় করা হচ্ছে। প্রতিটি পরিবারে জমি ও ঘর নির্মানে আনুমানিক ৫লক্ষ টাকা ব্যয় হচ্ছে। উপজেলায় ৭৭টি ঘরের মধ্যে রামগড় পৌরসভায় ২৩টি, ১নং রামগড় ইউনিয়নে ৩২টি এবং ২নং পাতাছড়া ইউনিয়নে ২২টি ঘর নির্মান করা হচ্ছে। ইতিপূর্বে রামগড় উপজেলায় ১ম ও ২য় পর্যায়ে ১৯৩টি গৃহ নির্মাণ করে গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, তথ্য অফিসার মো: বেলায়েত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম, রামগড় প্রেস ক্লাবের সভাপতি শ্যামল রুদ্র, রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো: নিজাম উদ্দিন সহ রামগড়ে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।