সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম’র কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরীর পোস্তার পাড়স্থ সংগঠনের কার্যালয়ে সমিতির সভাপতি মির্জা মোঃ আকবর আলী চৌধুরী খোকন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২০২২-২৪ ইং মেয়াদের জন্য ৫১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ, ৫১ সদস্য বিশিষ্ট পৃষ্ঠপোষক পরিষদসহ কার্যনির্বাহী কমিটির বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। এছাড়া আগামী আগামী ২৩ এপ্রিল শনিবার চট্টগ্রামস্থ রিমা কমিউনিটি সেন্টারে সমিতির দোয়া ও ইফতার মাহফিল আয়োজন, ১২ নভেম্বর সমিতির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ, এস এম তোফায়েল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আলীম উল্লাহ মুরাদ, অর্থ সম্পাদক মফিজুর রহমান সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাংস্কৃতিক সম্পাদক আকলিমা আক্তার মুক্তা, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট সরোয়ার হোসেন লাভলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দোজা, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক কাজি মাসুদা খানম, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক দিলরুবা আক্তার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইকবাল করিম তুষান, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, স্থপতি শহিদুল ইসলামসহ প্রমুখ।
সভায় ঐক্যবদ্ধভাবে আন্তরিকতার সহিত সীতাকুণ্ডবাসীর সেবায় কাজ করার জন্য কমিটির সকল সদস্যদের প্রতি আহবান জানান সভাপতি ও সাধারণ সম্পাদক।