কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের তরুণ যুবক এবং প্রবাসী শিক্ষানুরাগী, দানশীল ব্যক্তিদের সহযোগিতায় খুটাখালী প্রবাসী ক্লাবের উদ্দোগে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার বৃহত্তর খুটাখালী গ্রামের প্রবাসী ও প্রবাসী ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি এজিএস সেলিম কায়সার জনি চৌধুরী, সাধারন সম্পাদক মফিজুর রহমান, ক্লাবের সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ ইসমাইল ও আবদু রশিদের সার্বিক সহযোগিতায় পবিত্র রমজান উপলক্ষে ইউনিয়নের দু’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী তুলে দেয়া হয়েছে।
১ এপ্রিল (শুক্রবার) বিকেলে খুটাখালী বাজারস্থ হাজী মমতাজ মার্কেটস্থ ক্লাব কার্যালয়ে ইফতার সামগ্রী তুলে দেন ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট আলেমেদ্বীন মুহাম্মদ আবদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান বলেন, খুটাখালীর প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখার পাশাপাশি হতদরিদ্রের মাঝে ইফতার বিতরণ করে অগ্রণী ভূমিকা পালন করছে। তাদের এই কাজের জন্য নিশ্চয় মহান আল্লাহ নেক হায়াত দান করবেন।
তিনি বলেন,রেমিটেন্স যোদ্ধারা করোনা মহামারী কালীন দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে রেখেছেন অপরিসীম ভূমিকা। এলাকার সামাজিক কর্মকান্ডে খুটাখালী প্রবাসী ক্লাব আরো গুরুত্বপূর্ন ভূমিকা রাখবেন। সেই সাথে তিনি ক্লাবের সাথে সংশ্লিষ্ট প্রবাসীসহ সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জানান।
মোঃ জুনাইদের পরিচালনায় বিশেষ অতিথিদের মধ্যে ৭নং ওয়ার্ড মেম্বার নুরুল আজিম সিদ্দিকী, ৪নং ওয়ার্ড মেম্বার ছৈয়দ হোছাইন, ৫নং ওয়ার্ড মেম্বার নাছির উদ্দীন, নারী মেম্বার পারভিন আক্তার ও সাবেক ছাত্র নেতা রমজান আলী মুর্শেদ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় খুটাখালী প্রবাসী ক্লাবের উপদেষ্টা, কার্যকরি পরিষদের সদস্য, প্রবাসী ও এলাকার বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন।