কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী শাহারিয়া আতিক মেহেদীকে ১০ হাজার টাকা অনুদান দিলেন উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।
রোববার (৮ মে) দুপুরে অফিসকক্ষে ওই শিক্ষার্থীরকে এ অনুদানের টাকা প্রদান করা হয়।
জানা যায়, শাহারিয়া আতিক মেহেদী এবার সিলেট এমএজি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। তার বাবা পেশায় একজন দর্জি। চার ভাইয়ের মধ্যে সে সবার বড়। অন্য ভাইয়েরাও পড়াশুনা করছে। ভর্তি, বইপত্র কেনা এবং আনুষঙ্গিক অনেক টাকার প্রয়োজন যা তার বাবার পক্ষে যোগার করা অত্যন্ত দূরূহ ব্যপার।
উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান এ ধরণের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।