1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাহাড়তলী ঊনসত্তর পাড়ায় প্রতিপক্ষের হামলায় এক ব্যাক্তি গুরুতর আহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় ভাই বউয়ের লাঠির আঘাতে ভাসুর নিহত: মা-মেয়ে আটক ঈদগাঁওতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ডিসি নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রশাসন বদ্ধপরিকর ঠাকুরগাঁওয়ে যৌতুক ছাড়াই একসাথে বিবাহ করলেন দুই বন্ধু ! মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা Best Totally Free Dating Websites in 2024 বাঁশখালীতে সড়ক সংস্কার কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাংসদ মুজিবুর রহমান মাগুরায় ডেন্টাল সোসাইটি’র নির্বাচনে সভাপতি ডাঃ সুশান্ত ও সাঃ সম্পাদক ডাঃ ইমন পুনঃ নির্বাচিত ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রাণিসম্পদ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা চৌদ্দগ্রামে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত প্রবীন আ’লীগ নেতা মোজাফফর আহমেদ

পাহাড়তলী ঊনসত্তর পাড়ায় প্রতিপক্ষের হামলায় এক ব্যাক্তি গুরুতর আহত

রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ১২০ বার

রাউজানে জায়গা জমির বিরোধের জেল ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। গত ২০ মে এ ঘটনাটি ঘটে উপজেলা পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া এলাকার শাহাদুল্লা কাজীর বাড়িতে। দারালো কিরিচ দিয়ে হামলায় গুরুতর আহত ব্যাক্তির নাম আবদুর রহমান (৪২)। এ ঘটনায় আহত আবদুর রহমানের স্ত্রী বাচু বেগম বাদী হয়ে ২২ মে রবিবার রাউজান থানা অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী মো. বাচা জোর পূর্বক আবদুর রহমানের জায়গার উপর পাকা দেয়াল নির্মাণ করতে গেলে বাদীর স্বামী বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদী বাচা ও নাছিমা আক্তার আবদুর রহমানকে কিরিচ ও লাটি দিয়ে এলোপাতারি আঘাত করে। এতে কিরিচের কোপে মাথায় গুরুতর জখম হয়। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে রাউজান হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, ঊনসত্তর পাড়ার ঘটনায় রাউজান থানায় একটি অভিযোগ এসেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ছবির ক্যাপশনঃ রাউজানে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলায় বিজয়ী টপি হাতে চিকদাইর ইউনিয়নের খেলোয়াড়দের সাথে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
রাউজানে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ০-১ গোলে চিকদাইর চ্যাম্পিয়ন রাউজান প্রতিনিধিঃ রাউজানে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টর অনুর্ধ ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ মে রবিবার বিকালে রাউজান সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

উপজেলা নির্বার্হী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উডপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভূমি অতীশ দশী চাকমা, উপজেলা আওয়ামীগৈর সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ,রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুণ, আওয়ামীলীগ নেতা বশির উদ্দিন খান, চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, আবদুর রহমান, সৈয়দ আবদুর জব্বার সোহেল, বিএম জসিম উদ্দিন হিরু, রবিন্দ্র লাল চৌধুরী, যুবলীগ নেতা সুমন দে, তপন দে প্রমুখ। খেলায় চিকদাইর ইউনিয়ন ও পূর্বগুজরা ইউনিয়নের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াইয়ে ০-১ গোলে পূর্বগুজরা ইউনিয়নকে পরাজিত করে চিকদাইর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। খোলায় সেরা গোলদাতা হন নির্বাচিত হন বিজয়ী দলের মো. মারুফ। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মো. নাঈম। টুর্ণামেন্ট সেরা নির্বাচিত হন বাগোয়ান ইউনিয়নে মো. বাদশা। খেলা পরিচালনা করেন মো. সেলিম উদ্দিন ও আরমান শান্ত। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গণি রানা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম