1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাধীনতা পদক অর্জন করায় মীরসরাইয়ে ডা. কনক বড়ুয়া সংবর্ধিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

স্বাধীনতা পদক অর্জন করায় মীরসরাইয়ে ডা. কনক বড়ুয়া সংবর্ধিত

মীরসরাই সংবাদদাতা ঃ
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ২৭৪ বার

বাংলাদেশ সরকার কতৃক বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক- ‘স্বাধীনতা পদক ২০২২’এ- ভূষিত হওয়ায় গণ সংবর্ধনা দেওয়া হয়েছে মীরসরাইয়ের সন্তান ডা. কনক কান্তি বড়ুয়াকে।
শুক্রবার (৬ মে) উপজেলার হাইতকান্দি ইউনিয়নে দমদমায় সম্মিলিত বৌদ্ধ সমাজ সংগঠনের উদ্যাগে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। সভাপতিত্ব করেন ডা. রুপম তালুকদার বাবলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি তার বক্তব্যে বলেন, অসংখ্য জ্ঞানী গুণীর জন্মস্থান মিরসরাইয়ে। তেমন একজন অধ্যাপক ডা.কনক কান্তি বড়ুয়া। সেই স্বাধীনতা পদক অর্জন করে আবারো তা প্রমাণ করলো।

তিনি আরো বলেন, মীরসরাইয়ে সামগ্রিক উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশের সব চেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হয়েছে। ৩০ হাজার একর জমির ওপরে এ অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হয়েছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। কর্মসংস্থানের ক্ষেত্রে যোগ্যতা থাকলে মীরসরাইবাসীকে অগ্রাধিকার দেওয়া হবে। যেকোনো প্রবাসী বিনিয়োগ করতে চাইলে সানন্দে তাদের অভিবাদন জানাব এবং সার্বিক সহযোগিতা করব।

গণ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির স্ত্রী আয়েশা সুলতান, মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ডা. কনক কান্তি বড়ুয়াকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বরণ করেন মীরসরাই উপজেলা বুডিডষ্ট এ্যাসোসিয়েশন কমিটির সভাপতি প্রসার কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক তাপস চন্দ্র বড়ুয়া সহ কমিটির অন্যান্য সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net