দুর্নীবাজদের আড়াল করে আলেমদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ১১৬ জন ওয়ায়েজীন বিশিষ্ট ওলামার নাম এবং এক হাজার মাদ্রাসার বিরুদ্ধে কিছু নাস্তিক মুরতাদ দ্বারা গঠিত অর্বাচীন সংগঠন ‘গণকমিশন’ দুদকে শ্বেতপত্র জমার প্রতিবাদে তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ক্বওমী ওলামা পরিষদ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি দেশ বিরোধী একটি চক্র দেশকে অস্থিতিশীল করতে তথাকথিত গণকমিশনের নামে নতুন চক্রান্তে মেতে উঠেছে। এই ভুঁইফোড় সংগঠনটি বরাবরের মতোই নিজেদের ইসলাম বিদ্বেষী চেহারা জাতির সামনে উন্মোচিত করেছে। তাদের এ শ্বেতপত্র সম্পুর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা তথ্যে ভরপুর, এটি পুরো দেশবাসীর সামনে দিবালোকের মতো স্পষ্ট। তারা এসব বানোয়াট বক্তব্যের দ্বারা দেশে চরম অশান্তি সৃষ্টি করা, ওলামাদের অনাস্থাশীল ও তাদের মান ক্ষুন্ন করে সরকারের মুখোমুখি দাঁড় করানোর একটি অপচেষ্টা চালাচ্ছে। এসব উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য তাদেরকে কঠোর হস্তে দমন করার জন্য সরকারের প্রতি আহবান জানান এই পরিষদ।
তারা আরো বলেন, সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে কথিত গনকমিশনের সদস্যসচিব ব্যারিষ্টার তুহিন আফরোজ নিজের ‘ মা’ এর সম্পদ কুক্ষিগত করা ও মানবতা বিরোধী অপরাধের প্রসিকিউটর থাকাকালীন অবৈধ অর্থের লোভে আসামির সাথে বোরকা পরে সাক্ষাৎ করার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে অপসারণ করা হয়েছে। ২০১২ সালে বিচারপতি সামশুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নিন্দা ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে সংসদ সর্বসম্মত একটি প্রস্তাব পাস করে। বাংলাদেশ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ তাকে স্যাডিষ্ট বলে অভিহিত করেছেন। এধরণের চেয়ারপারসন ও সদস্যসচিবের নেতৃত্বে কথিত ‘ গনকমিশন’ যে শ্বেতপত্র প্রস্তুত করেছে তা দেশ বিরোধী দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীদের অর্থায়ন ছাড়া কিছু হতে পারে না।