চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাস্থ পশ্চিম বাবুনগর এমএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের নতুন কমিটি গঠনকল্পে এক সভা ৩১মে মঙ্গলবার বিদ্যালয়ের হল রুমে সদ্য বিদায়ী সভাপতি আমজাদ ইবনে আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন রাজনীতিবিদ ও সংগঠক বোরহান আহমেদ। কমিটির অন্যরা হলে নাজিরহাট পৌরসভার স্থানীয় কাউন্সির মাওলানা এয়াকুব (সহ- সভাপতি), অধ্যাপক সৈয়দ সরফরাজ খাঁন (দাতা সদস্য), এস এম নুরুল হুদা (মাধ্যমিক বিদ্যালয় প্রতিনিধি), জয়নাল আবেদীন (শিক্ষক প্রতিনিধি), মনিরুল আহসান, বখতিয়ার উদ্দিন, খালেদা জাহান, তছলিমা খানম (অভিবাভক প্রতিনিধি) ফিকরিতা আলম (শিক্ষানুরাগী সদস্য) এবং প্রধান শিক্ষক অনিল কুমার দে (সচিব)।