মহান মে দিবস -২০২২উপলক্ষে শিল্প সম্পর্ক শিক্ষায়তন , নাসিরাবাদ চট্টগ্রাম এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের মে দিবসের প্রতিপাদ্য “ শ্রমিক – মালিক একতা , উন্নয়নের নিশ্চয়তা ” । জেলা প্রশাসন , চট্টগ্রাম এর সহযোগিতায় এবং বিভাগীয় শ্রমদপ্তর , চট্টগ্রাম ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর , চট্টগ্রাম এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় শ্রমদপ্তর , চট্টগ্রাম এর পরিচালক এস . এম . এনামুল হক, প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মোঃ আবু রায়হান দোলন , অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি )। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম , প্রথম সহ – সভাপতি , বিজিএমইএ ; মুহাম্মদ শফর আলী , সহ – সভাপতি , জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি ও বখতেয়ার উদ্দিন খান , ক্র্যাফট ফেডারেশন বিষয়ক সম্পাদক , কেন্দ্রীয় কমিটি , জাতীয় শ্রমিক লীগ উপস্হিত ছিলেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন রুমানা আক্তার , অডিও ভিজুয়াল অফিসার , শিল্প সম্পর্ক শিক্ষায়তন , নাসিরাবাদ চট্টগ্রাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শ্রমিক মালিক সম্পর্ক জোরদারকরণের মধ্য দিয়ে সুষ্ঠু শিল্প সম্পর্ক অব্যাহত রাখার তাগিদ প্রদান করেন। সভাপতি তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শ্রমবান্ধব নীতি সমূহের উপর আলোকপাত করেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শ্রমবান্ধব পদক্ষেপ সমূহ তুলে ধরে ১৩৬ তম মহান মে দিবস স্বার্থক করার জন্য সকলকে উদাত্ত আহবান জানান | মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা তপন দত্ত , বীরমুক্তিযোদ্ধা এস এম নুরুল ইসলাম , সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম , নাসরিন রহমান , শফি বাঙ্গালী , কামাল উদ্দিন চৌধুরী । আলোচনা সভায় চট্টগ্রামসহ বিভিন্ন রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দসহ বিভিন্ন সেক্টরের শ্রমিকগণ উপস্হিত থাকেন।